গণমাধ্যমজেলার খবর

ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে মামলা

বার্তা প্রতিবেদক, কুমিল্লা: মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তার পক্ষে মঙ্গলবার (১৭ মে) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত-১ এর আইনজীবী মাসুদুর রহমান শিকদার মামলাটির আবেদন করেন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালত -১ এর বিচারক আব্দুল হান্নান ভোরের কাগজকে একটি সমন পাঠানোর নির্দেশ দেন। আগামী ৩ জুলাই সমনের জবাব দিতে বলা হয়েছে।

মামলার বাদী আরফানুল হক রিফাত দাবি করেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছি।’

জানা গেছে, রবিবার (১৫ মে) ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাদক কারবারিদের করা একটি তালিকায় রিফাতের নাম ছিল বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, ‘আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ কোনোভাবেই সত্য নয়। যদি সত্যি হয় তাহলেও তারা কেন দেখে শুনে এর আগে সংবাদ প্রকাশ করেনি? মনোনয়ন জমা দেওয়ার পর কেন করেছে? তার মানে তাদের কোনও খারাপ উদ্দেশ্য আছে। তবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করেই সিটি নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনবো।’

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১২ সাল ও ২০১৭ সালে অনুষ্ঠিত দুই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক সাক্কু। আগামী ১৫ জুন তৃতীয় বারের মতো এই সিটি করপোরেশনের নির্বাচন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button