রাজস্ব আদায়ে কক্সবাজার একটি আদর্শ মডেল: চেয়ারম্যান

রাজস্ব আদায়ের জন্য কক্সবাজার একটি আদর্শ মডেল বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ। শনিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারের খুরুশকুল রাস্তার মাথায় অবস্থিত কর অঞ্চল-৪, চট্টগ্রামের আওতাধীন কর অফিস পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন। সভায় কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী সভাপতিত্ব করেন। সভায় কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tax Zone 4 CTG 1
চেয়ারম্যান বলেন, ‘কর আদায় বাড়ানোর পাশাপাশি, করদাতাদের সেবা আরও সহজতর করতে হবে। রাজস্ব সংগ্রহের পরিপূর্ণতা নিশ্চিত করতে হবে।’ এছাড়া, এনবিআর চেয়ারম্যান ভবিষ্যতে কর রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপের উপর আলোচনা করেন। কর পরিশোধের সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে নতুন কৌশল প্রণয়ন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।
Tax Zone 4 CTG 2
পাশাপাশি এনবিআর চেয়ারম্যান সম্প্রতি কর অঞ্চল-৪, চট্টগ্রামের রাজস্ব আদায়ে অভূতপূর্ব সাফল্য অর্জনের প্রশংসা করেন। এছাড়াও, ভবিষ্যতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের আরও সচেতন করতে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে বলে তিনি জানান।
NBR CM 1
কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী বলেন, কক্সবাজারে রয়েছে পর্যটন, মৎস্য, লবণ ও টেকনাফ স্থল বন্দরসহ রাজস্ব আদায়ের বিভিন্ন সম্ভাবনাময় খাত। কক্সবাজারের এসব সম্ভাবনাকে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতির পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডও গতিশীল হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!