বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মহিদুল হাসানকে মহাসচিব নির্বাচিত করা হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুরাতন ভবনে অবস্থিত বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটিতে তিনজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন-কর কমিশনার মো. শামীমুর রহমান, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আবদুর রকিব।
অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন-যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুঈনুল ইসলাম ও মো. মোসাদ্দেক হুসেন; কোষাধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভূইয়া, দপ্তর সম্পাদক মো. আবু মুসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমা পারভিন, গবেষণা সম্পাদক মো. মহিদুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক আলাউদ্দীন আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইরিন ইসলাম জুলি, সাংস্কৃতিক সম্পাদক রইসুন নেসা, ক্রীড়া সম্পাদক মো. ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কাজী রুকাইয়া সুলতানা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ কবির, সহ-গবেষণা সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ ইউসুফ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারহানা উম্মে হাবিবা, সহ-সাংস্কৃতিক সম্পাদক এনামুল ইসলাম ও সহ-ক্রীড়া সম্পাদক মো. জিল্লুর রহমান। এছাড়া কমিটিতে মোট ২৭ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।