বিদেশে সাবেক এয়ার চিফের সন্তানদের বিপুল সম্পদ

দুদক

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুটি পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, তাঁদের সন্তানদের নামে কানাডা, দুবাই, কাতারসহ বিভিন্ন দেশে গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান এবং অর্জিত হয়েছে বিপুল সম্পদ।

রবিবার (২৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানান, বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তাঁর ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেই এসব অবৈধ সম্পদ করেছেন বলে অভিযোগ দুদকের।

দুদক জানিয়েছে, সাবেক এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। সংস্থার দাবি, স্বামীর সহায়তায় তিনি ১ কোটি ৯১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ নিজের দখলে রেখেছেন। এছাড়া তার নামে ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেনের তথ্যও পাওয়া গেছে। চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের আদেশে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩৮টি ব্যাংক হিসাব ও ঢাকার অভিজাত এলাকায় তাদের মালিকানাধীন একাধিক ফ্ল্যাট ও জমি জব্দ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!