কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৬ জনের মধ্যে আছেন কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের গুলশান শাখার তৎকালীন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোরশেদ আলম মামুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রেজওয়ানুল কবির, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অমীয় কুমার মল্লিক এবং আশরাফুল ইসলাম।

আবেদনে বলা হয়, আসামিরা সাউথইস্ট ব্যাংক গুলশান শাখা থেকে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা উত্তোলন করে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে ২ জানুয়ারি মামলা হয় এবং তদন্তে বিঘ্ন সৃষ্টির আশঙ্কায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!