এলপিজি ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ১৯ টাকা

ফেব্রুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৪৭৮ টাকা,যা গত মাসে ছিল ১,৪৫৯ টাকা।আজ রোববার বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা করেন,যা সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।

বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করলেও বাজারে তা মানা হয় না বলে অভিযোগ আছে।গৃহস্থালিতে ১২ কেজি সিলিন্ডারের ব্যবহার সবচেয়ে বেশি।

বিইআরসির নতুন দর অনুযায়ী,বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২৩ টাকা ১৬ পয়সা,যা গত মাসে ছিল ১২১ টাকা ৫৬ পয়সা।এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা,যা আগে ছিল ৬৬ টাকা ৮৫ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করছে।প্রোপেন ও বিউটেন আমদানি করে এলপিজি তৈরি করা হয়।

প্রতি মাসে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এলপিজির প্রোপেন ও বিউটেনের মূল্য প্রকাশ করে,যা সৌদি সিপি নামে পরিচিত। বিইআরসি এই ভিত্তিমূল্যে দেশের এলপিজির দাম সমন্বয় করে,এবং আমদানিকারক কোম্পানির চালান ও গড় ডলারের দাম হিসাব করে।

গত ৩১ জানুয়ারি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা,পেট্রল ১২২ টাকা এবং অকটেন ১২৬ টাকা নির্ধারণ করা হয়,যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

জ্বালানি তেলের দাম ১ ফেব্রুয়ারি থেকে লিটারে এক টাকা বেড়েছে।পেট্রল,অকটেন,ডিজেল এবং কেরোসিনের দাম এক টাকা বাড়ানো হয়েছে।এর আগে জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল,তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!