বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসক আনার জন্য সরকার নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে। চিকিৎসার ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞদের কর মওকুফের আবেদন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যা গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর)কাছে পাঠানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার উপসচিব ডা.মু.আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠি এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এনবিআরের একজন কর্মকর্তা জানান, কর মওকুফের জন্য আবেদন জানিয়েছে। এনবিআর বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
চিঠিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আহতদের চোখের চিকিৎসায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ১ ও ২ ফেব্রুয়ারি বাংলাদেশে থাকবেন। তাদের হোটেল, খাবার ও উড়োজাহাজ ভাড়াসহ মোট ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গণ-অভ্যুত্থানে আহতদের চোখের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি ও সংশ্লিষ্ট সেবার ওপর ২০ শতাংশ কর আরোপের বিধান রয়েছে। তবে কর ও ভ্যাট কাটলে মূল বরাদ্দ কমে যাবে, তাই এ খাতে কর মওকুফের প্রয়োজন।
ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।