৯.৪৫ একর জমিসহ তাজুলের ২৮ কোটির সম্পদ জব্দ

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নামে ঢাকা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে থাকা ৯ দশমিক ৪৫ একর জমি এবং কুমিল্লার বিভিন্ন স্থানে অবস্থিত দুটি বাণিজ্যিক স্পেস, একটি ফ্ল্যাট ও একটি দোকান জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবে জমা থাকা ২০ কোটি ৫৬ লাখ ১ হাজার ২৩৭ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া অবরুদ্ধ করা হয়েছে ১৬টি কোম্পানিতে থাকা ৫ কোটি ২৩ লাখ ১১ হাজার ২৩০ টাকার শেয়ার এবং ২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৮৪১ টাকা মূল্যের তিনটি গাড়ি। সব মিলিয়ে অস্থাবর সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৩০৮ টাকা।

রোববার ( ১৩ এপ্রিল ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আবেদনে বলা হয়, তাজুল ইসলাম অবৈধভাবে ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে ৩৪টি ব্যাংক হিসাবে ৭৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৪৩৯ টাকা জমা এবং সেখান থেকে ৬৬ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৬৭৮ টাকা উত্তোলনের মাধ্যমে মোট ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। এই অভিযোগের ভিত্তিতে দুদক এরই মধ্যে একটি মামলা দায়ের করেছে।

আবেদ আলীর ছেলে সিয়ামের সম্পদ জব্দ

পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূল হোতা সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামে থাকা ১৮ শতাংশ জমি, একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাবে থাকা ২৩ লাখ ১ হাজার ৫৯৯ টাকা জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। তদন্তে এসব সম্পদের তথ্য উদ্ঘাটন হয়। আদালতের নির্দেশে সম্পদ হস্তান্তর বা লেনদেন আপাতত নিষিদ্ধ।

কোটালীপাড়ার চেয়ারম্যান বিমলের ২৮ ব্যাংক হিসাব ফ্রিজ

গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, তার স্ত্রী শিখা সরকার এবং সুধীর কুমার সরকারের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, বিমল বিশ্বাস কর ফাঁকি ও অর্থের উৎস গোপনে লেয়ারিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেন করেন। তার মালিকানাধীন আরপি কনস্ট্রাকশন থেকে ২০১ কোটি টাকার লেনদেনসহ ৩২ কোটির বেশি টাকার জমা-উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!