** ২০২১-২২ করবর্ষে ৬১৪৯১ জন, ২০২২-২৩ করবর্ষে ২৪৪৪৮১ জন ও ২০২৩-২৪ করবর্ষে ৫২৬৪৮৭ জন ই-রিটার্ন দাখিল করেছেন
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৪-২৫ করবর্ষের অনলাইন রিটার্ন (ই-রিটার্ন) দাখিল সিস্টেম হালনাগাদ করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি সবার জন্য উন্মুক্ত করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনলাইনে রিটার্ন দাখিল ছাড়াও প্রযোজ্য কর অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) ব্যবহার করে পরিশোধ করা যাবে।রোববার (৮ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মু’মেন সই করা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এনবিআরের হিসাব অনুযায়ী, এনবিআর ২০২১ সালে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য এই সিস্টেম চালু করে। ২০২১-২২ করবর্ষে ৬১ হাজার ৪৯১ জন, ২০২২-২৩ করবর্ষে ২ লাখ ৪৪ হাজার ৪৮১ জন ও ২০২৩-২৪ করবর্ষে ৫ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা গড়ে তুলতে এনবিআর বদ্ধপরিকর। এই লক্ষ্যে আয়কর আইন এবং অর্থ আইন, ২০২৪ এর আলোকে ২০২৪-২৫ করবর্ষে অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপডেট করা হয়েছে। করদাতারা চাইলে ঘরে বসেই www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। একইসঙ্গে ২০২৪-২৫ করবর্ষের ই-রিটার্ন দাখিল করতে পারবেন।