৯০ কোটি না দিতে পারলে ১০০ কোটি টাকা জরিমানা

রিজেন্ট টেক্সটাইল

আইপিও তহবিলের ৮০ কোটি ১১ লাখ টাকার অনিয়মের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে এক মাসের মধ্যে ৯০ কোটি টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে, ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা করা হবে।

গত মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৬৪তম কমিশন সভায় রিজেন্ট টেক্সটাইল নিয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।

বিএসইসির মুখপাত্র জানান, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড আইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকা (সুদসহ) আইপিও অনুমোদনের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণে ব্যবহার করেছে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায়, রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে, ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালককে জন প্রতি ২০ কোটি করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জরিমানার আওতায় যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব, মোশাররফ হাবিব এবং ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!