৭৮.৭ % মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট

জরিপ

একটি জরিপে দেখা গেছে, দেশের ৭৮ দশমিক ৭ শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। জরিপটি পরিচালনা করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং, যার সহযোগী ছিল নাগরিক প্ল্যাটফর্ম বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। এতে দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন বয়সের মোট ১০ হাজার ৪১৩ জনের মতামত সরাসরি সংগ্রহ করা হয়। জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নিরপেক্ষ নির্বাচন নিয়ে দৃষ্টিভঙ্গি, নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন সময় ও ভোটার উপস্থিতি—এই ছয়টি বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়েছে।

জরিপের ফলাফল তুলে ধরে সভায় বলা হয়, জরিপে অংশগ্রহণকারীদের ৭৮ দশমিক ৭ শতাংশ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বলেছেন ৩৯ দশমিক ৫ শতাংশ এবং ‘মোটামুটি’ বলেছেন ৩৯ দশমিক ২ শতাংশ।

জরিপের ফলাফলে বলা হয়, নবীনদের চেয়ে প্রবীণদের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক ধারণা বেশি। ১৮ থেকে ২৮ বছর বয়সী জেন–জি উত্তরদাতাদের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন ৩৪ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণকারী, আর ২৯ থেকে ৪৪ বছর বয়সী মিলেনিয়াল উত্তরদাতাদের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন ৪১ দশমিক ৩ শতাংশ, ৪৫ থেকে ৬০ বছর বয়সী জেন এক্সদের মধ্যে ৪২ দশমিক ৯ শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন। ৬১ থেকে ৭০ বছর বয়সী বুমারস টুদের ৪৪ শতাংশ, ৭১ থেকে ৭৯ বছর বয়সী বুমারস ওয়ানের ৪৭ দশমিক ১ শতাংশ এবং ৮০ বছরের বেশি বয়সী পোস্ট ওয়ার পালাস উত্তরদাতাদের ৫২ দশমিক ৮ শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন। আরও বলা হয়েছে, উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে সরকারের প্রতি ইতিবাচক ধারণা কম। স্নাতক ডিগ্রিধারী উত্তরদাতাদের মধ্যে ৩১ দশমিক ২ শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন। অন্যদিকে কোনো শিক্ষা নেই বা প্রাক–প্রাথমিক উত্তরদাতাদের ৪৬ দশমিক ২ শতাংশ মনে করেন সরকার ‘ভালো’ কাজ করছে।

জরিপের ফল প্রকাশের পর আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের ১৪ মাস পূর্তিতে প্রায় ৮০ শতাংশ মানুষের সমর্থন প্রমাণ করে যে জনগণ সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। তিনি উল্লেখ করেন, সারা দেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে এবং দীর্ঘদিন পর দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষও এ বিষয়ে আশাবাদী, তাই নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই।

আলোচনায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, সুপ্রিম কোর্টের আইনজীবী রাশনা ইমাম, ভয়েস ফর রিফর্মের সহ–আহ্বায়ক ফাহিম মাশরুর, বিআরএআইএনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা সৈয়দ হাসিব উদ্দিন হোসেনসহ আরও অনেকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!