৫৯ হাজার ১০১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ১৫৩টি ফ্লাইটের মাধ্যমে তারা সেখানে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৪ হাজার ৫১৮ জন হজযাত্রী। রোববার (২৫ মে) হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। হেল্প ডেস্ক জানায়, তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) সূত্রে।

সেখানে বলা হয়েছে, ১৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৯টি, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ৫৩টি, এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট রয়েছে। এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৯২৭টি হজ ভিসা ইস্যু করা হয়েছে।

পবিত্র হজ পালন করার সময় এখন পর্যন্ত ৯ জন হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। মৃতদের নাম হলো: জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দিন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) এবং চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)। এ পর্যন্ত সৌদি সরকারি হাসপাতালে ৭৪ জন চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২৬ জন হজযাত্রী সেই হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির পথে রওনা হয়। এ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। হজের শেষ ফ্লাইট ৩১ মে পরিচালিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!