ভ্যাট ফাঁকি রোধে রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি কিংবা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। রোববার (১৮ মে) এনবিআর ভ্যাট বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
যে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও সমজাতীয় চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে তা হলো- আবাসিক হোটেল,সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব, রেস্তোরী ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন,ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালী সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং সেন্টার/মল/মার্কেট এর সকল ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডিপার্টমেন্টাল স্টোর ভ্যাটযোগ্য পণ্য ক্রয়/বিক্রয় কমিউনিটি সেন্টার,ডিপার্টমেন্টাল ফার্মেসী (দেশে উৎপাদিত ওষুধ ব্যাতীত),মিষ্টান্ন ভান্ডার, জেনারেল স্টোর/সুপারশপ এবং স্বর্ণকার, রৌপ্যকার,স্বর্ণের-রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাইকারী।
এছাড়া অন্যান্য বড় ও মাঝারি (পাইকারী ও খুচরা) ব্যবসায়ী,আসবাবপত্রের বিপণন কেন্দ্র, যান্ত্রিক লন্ড্রি,কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল,বিউটি পার্লার, সিকিউরিটি সার্ভিস,হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার,ভিসা প্রসেসিং/অনলাইন এডমিশন প্রসেসিং সেন্টার,ভ্যাটের আওতাভুক্ত অন্যান্য পণ্য ও সেবা এবং বোর্ড বা কমিশনার নির্বাচিত যেকোনো ব্যবসায়ী।
এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, EFD/SDC/PKI POS সফটওয়্যার ব্যবহারে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রয়ে স্বচ্ছতা থাকবে। এতে ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকির সুযোগ কমে যাবে। ফলে এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারের রাজস্ব আদায় বাড়বে। কোনো ধরনের ফাঁকি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার শিকার হতে হবে। একাধিকবার এ ধরনের অপরাধ সংঘটনের কারণে বন্ধের হুমকিতেও পড়তে হতে পারে।
তাই দন্ড ও অন্যান্য আইনি প্রয়োগ এড়াতে ভ্যাটযোগ্য পণ্যের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরুরীভিত্তিতে EFD/SDC/PKI/ POS সফটওয়্যার ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। অনিয়ম ও রাজস্ব ফাঁকিতে সম্পৃক্ত ও সক্রিয় সকল সফটওয়্যার সংযোগ বিচ্ছিন্ন করে কমিশনাররা আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছে এনবিআর।
প্রসঙ্গত,২০২০ সালের ২৫ আগস্টে প্রাথমিকভাবে ৫টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা উত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম, চট্টগ্রাম) ইএফডি ও এসডিসি স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল ২০২২ সালের ৩ নভেম্বর ডিজিটাল মাধ্যমে খুচরা পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সংগ্রহ করতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর কাজে গতি ফেরাতে জেনেক্স ইনফোসিস লিমিটেডেরসঙ্গে চুক্তি করে জাতীয় রাজস্ব বোর্ড।
২০২৩ সালের ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জেনেক্স। প্রায় ৫ বছর আলোচনা ও পাইলট প্রকল্পের পর ২০২২ সালের নভেম্বর মাসে খুচরা ব্যবসায় ইএফডি যন্ত্র বসাতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে চুক্তি করে এনবিআর। লক্ষ্য ছিল প্রায় ২৫ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য সংরক্ষণ ও সঠিকভাবে ভ্যাট আদায় করা। তবে ইএফডি যন্ত্র বসিয়ে আশানুরুপ সাড়া মেলেনি।