সরকার ২৫ হাজার টন পরিশোধিত চিনি আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিকেজি চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৬ টাকা ৬৬ পয়সা, যা আনতে মোট ব্যয় হবে ১৭৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। বুধবার (৬ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তুরস্ক থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এই চিনি ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়।
আরও জানা যায়, টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ২৫ হাজার টন পরিশোধিত চিনি কেনার জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে মাত্র একটি দরপত্র জমা পড়ে। সেই দরপত্র কারিগরি ও আর্থিক দিক থেকে গ্রহণযোগ্য ছিল। দরপত্র প্রক্রিয়া সম্পন্নের পর টিইসির সুপারিশ অনুযায়ী, ইস্তাম্বুলের বেগালাতা ডেনিজমানলিক হিজমিটলেরি এ এস প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন পরিশোধিত চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।