২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৮ হাজার ৫২৭ জনে। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে দুজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশসনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৬ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৫০২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন। গত ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৬০ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৮ শতাংশ নারী।

** এক সপ্তাহে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু
** আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু
** ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, ৪৪৮ আক্রান্ত
**করোনা-ডেঙ্গুর ভিড়ে চিকুনগুনিয়ার হুমকি
**ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ মৃত্যু, আক্রান্ত ১৫৯
**ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৩৫২ জন আক্রান্ত, মৃত্যু ১
**ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই, ভর্তি ৪০ হাজার
**দেশে এই প্রথম ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা
**ডেঙ্গু প্রতিরোধে করণীয়
**জুলাইয়ে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!