২৩ দিনে ৫০ হাজার, জনপ্রিয় হচ্ছে ই-রিটার্ন

অনলাইনে রিটার্ন বা ই-রিটার্ন দাখিল জনপ্রিয় হচ্ছে। ঝামেলামুক্ত ও সহজে পূরণ করতে পারায় করদাতারা ই-রিটার্ন দাখিল করতে আগ্রহী হচ্ছেন। ই-রিটার্ন সিস্টেম আপডেট করার পর ৯ সেপ্টেম্বর করদাতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ২ অক্টোবর পর্যন্ত অর্থাৎ মাত্র ২৩ দিনে ই-রিটার্ন দাখিল হয়েছে ৫০ হাজার। সে অনুযায়ী, প্রতিদিন গড়ে ২১৭৩ হাজার করদাতা অনলাইনে বা ই-রিটার্ন সিস্টেমে দাখিল করছেন। করদাতাদের আস্থা তৈরি হওয়ায় এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন কর বিভাগের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানিয়েছেন, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর ৯ সেপ্টেম্বর হতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। এনবিআরের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন। একইসঙ্গে দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, ই-টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী করবর্ষের দাখিলকৃত ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

তিনি আরও জানিয়েছেন, ই-রিটার্ন সংক্রান্ত যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য এনবিআর একটি কল সেন্টার স্থাপন করেছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার হতে এই কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTaxService অপশন হতে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যেকোন সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন এবং সমাধান পাচ্ছেন।

মু’মেন জানিয়েছেন, ইতোমধ্যেই ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অধিকতর করদাতা বান্ধব করা হয়েছে। ই-রিটার্নে সফলভাবে রেজিস্ট্রেশন করতে করদাতার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত ‘বায়োমেট্রিক্স সিম’ এর প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে ‘বায়োমেট্রিক্স রেজিস্ট্রেশন’ কি না-তা যাচাই করার জন্য *16001# নম্বরে ডায়াল করতে হবে।

জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যেই স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা www.etaxnbr.gov.bd পোর্টালের ‘ই-রিটার্ন’ অপশন ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে। যে সকল করদাতা ইতোমধ্যে সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, তাদেরকে এনবিআরের পক্ষ হতে অভিনন্দন। সকল ব্যক্তি করদাতাদেরকে যথাসময়ে www.etaxnbr.gov.bd পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআর হতে বিনীত অনুরোধ করা যাচ্ছে।

** অনলাইনে প্রতিদিন ২০০০ আয়কর রিটার্ন দাখিল হচ্ছে

****

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!