২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি বেড়েছে ৯ শতাংশ

চলতি বছরের জুন মাসে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষ দিকে বন্দরের কার্যক্রম দুদিন বন্ধ থাকায় রপ্তানি আয় ৬ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। তবে পুরো অর্থবছরে রপ্তানি আয় প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে। তবে পুরো অর্থবছর শেষে বাংলাদেশ পণ্য রপ্তানি করে ৪৮ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। এর আগে এপ্রিল মাসে রপ্তানিতে কিছুটা মন্দা দেখা গেলেও, মে মাসে তা কাটিয়ে আবার গতি ফিরে আসে। ওই মাসে রপ্তানিতে ১১ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মে মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৪ দশমিক ২৫ বিলিয়নের তুলনায় বেশি। তার আগের মাস, অর্থাৎ এপ্রিল মাসে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!