১ লাখ টন চাল আমদানি, দাম কমেছে ৩–৪ টাকা

দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের অনুমতি পাওয়ার পর, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু করা হয়। ভারত থেকে চাল আসার পর বাজারে যথেষ্ট সরবরাহ বৃদ্ধি পায়, ফলে সব ধরনের চালের দাম তিন থেকে চার টাকা পর্যন্ত কমে গেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দর পরিদর্শনকালে দেখা গেছে, বন্দরে সারি সারি ভারতীয় চালবোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এসব ট্রাকে রয়েছে ভারত থেকে আমদানি করা স্বর্ণা-৫, সম্পা কাটারি, ৪০/৯৪ (চিকন জাত) ও রত্না চাল। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এসব চালের মান পরীক্ষা করে ক্রয় করছেন। প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৪৯–৫০ টাকায়, সম্পা কাটারি বিক্রি হচ্ছে ৬৫–৬৭ টাকায়, আর ৪০/৯৪ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৮–৬০ টাকায়। সব ধরণের চালের দাম মানভেদে তিন থেকে চার টাকা কমেছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত ১২ আগস্ট থেকে এখন পর্যন্ত ২ হাজার ২৪টি ট্রাকে শুল্কমুক্ত ১ লাখ ৪ হাজার ৮৫৯ টন চাল আমদানি হয়েছে ভারত থেকে। এসব চাল ৫০০ থেকে ৫২০ ডলারে বন্দর থেকে খালাস করছেন ব্যবসায়ীরা শুধু ২ শতাংশ অগ্রিম আয়কর দিয়ে।

হিলি স্থলবন্দরের চাল ব্যবসায়ী নাজমুল হোসেন বলেন, ‘চাল আমদানি চলমান রয়েছে। চালের দাম অনেক কম, তবে চাহিদার তুলনায় আমদানি বেশির কারণে তেমন বিক্রি নেই। বন্দরে অনেক চালবোঝাই ট্রাক পড়ে আছে। চাহিদা বাড়লে এসব বিক্রি হবে।’

এ বিষয়ে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, ভারত থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি অব্যাহত রয়েছে। দেশের বাজারে চালের চাহিদা রয়েছে বলে আমদানিকারকেরা যাতে দ্রুত বাজারজাত করতে পারেন, সেজন্য আমরা তাদের সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছি।

** হিলিতে বেড়েছে কাঁচা মরিচের আমদানি, কমেছে দাম
** শুল্ক জটিলতা নিরসন, হিলিতে চাল খালাসে বাঁধা কাটল
** শুল্ক জটিলতায় হিলিতে আটকা ৩৫২০ টন চাল
** হিলি বন্দর দিয়ে আবার পেঁয়াজ আমদানি শুরু
** হিলি স্থলবন্দরের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!