আগামী ১৬ ডিসেম্বর থেকে ভূমি ক্রয় দলিলসহ বাণিজ্যিক জমি নিবন্ধনের পাঁচটি সেবা ম্যানুয়ালি গ্রহণ করা হবে না। রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, ভূমি ক্রয় দলিল, ইজারা চুক্তিপত্র, বায়না দলিল, ভূমি-সংক্রান্ত আমমোক্তারনামা নিবন্ধন এবং নিবন্ধিত দলিলের নকল—এই পাঁচটি সেবা এখন থেকে বিডার অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ১৬ ডিসেম্বরের পর এই সেবাগুলো আর হাতে-কলমে দেওয়া হবে না।
বিডা বিনিয়োগকারীদের সেবায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের আরও পাঁচটি নতুন সেবা অন্তর্ভুক্ত করেছে। অনুষ্ঠানে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যেই সব সেবা ডিজিটালাইজেশন করেছে।
সচিব মো. লিয়াকত আলী মোল্লা সঠিক ফি প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এতে ভোগান্তি কমবে এবং দালালচক্র দূর হবে।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, যে সেবা ডিজিটাল করা হয়েছে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিও চলমান, সেখানে ম্যানুয়াল প্রক্রিয়া বন্ধ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে ম্যানুয়াল পদ্ধতি চলতে থাকলে ডিজিটাল সেবা কার্যকর হবে না। এজন্য সেবাগ্রহীতাদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, আগামী তিন মাসের মধ্যে এসব সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এছাড়া বিডা, বেজা, বেপজা এবং অন্যান্য বিনিয়োগ প্রমোশন এজেন্সির সব সেবা একক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই সিঙ্গেল উইন্ডো থেকে সব সেবা প্রদান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি প্রতিষ্ঠানের মোট ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় এখন প্রতিষ্ঠান সংখ্যা বেড়ে ৪৭টি এবং সেবার সংখ্যা দাঁড়িয়েছে ১৪২টিতে।