‘১৫ হাজার কোটি টাকা পাচার হয় পুঁজিবাজার থেকে’

২০১০-১১ সালে দেশের পুঁজিবাজার থেকে ২০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল, যার মধ্যে ১৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার (২৪ মে) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার: দর্শন ও অনুশীলন’ শীর্ষক এক সংলাপে তিনি এ তথ্য জানান। সংলাপটি অনুষ্ঠিত হয় ডিএসই কার্যালয়ে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্যানেল আলোচনায় অংশ নেন বিএসইসি কমিশনার মো. মোহসিন চৌধুরী, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মো. মোবারক হোসাইন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ এবং আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শাস্তির অভাবে অন্যায় ও দুর্নীতি রোধ করা সম্ভব হয় না। তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালে রাজনৈতিক ছত্রছায়ায় শেয়ারবাজারে অনিয়ম হয়েছিল, যার ফলে হাজার হাজার মানুষ নিঃস্ব হন এবং বাজার থেকে বিপুল অর্থ তুলে নেওয়া হয়। সেই ঘটনার কোনো বিচার হয়নি।

তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির ফলেই ২০১০ সালে আবারও শেয়ারবাজারে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটে। রাজনৈতিকভাবে গঠিত একটি সিন্ডিকেট প্রায় ২০ হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নেয়, যার মধ্যে ১৫ হাজার কোটি টাকারও বেশি বিদেশে পাচার হয়। এই ঘটনার পরও কারো বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দেবপ্রিয় আরও বলেন, যেসব ব্যক্তি পুঁজিবাজারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম করেছেন, তাদের কেউ কেউ বর্তমানে জেলে থাকলেও, তারা বন্দী অন্য মামলায়—শেয়ারবাজারের অনিয়মের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—সঞ্চয় বাড়ানো, বিনিয়োগ উৎসাহিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধিতে এর অবদান বিশাল। বিশ্বব্যাপী কর্মসংস্থান তৈরির দিক থেকে পুঁজিবাজার অনেক খাতের চেয়ে এগিয়ে। তবে বাংলাদেশে এই বাজার এখনো সে ভূমিকা রাখতে পারছে না। এর প্রধান কারণ, পুঁজিবাজারে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষ তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছে না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!