হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকার কোকেইন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই সময় ‘কারেন পেটুলা স্টাফেল’ নামে একজন গায়ানার নাগরিককে (গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ) আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কাতারের দোহা থেকে আগত ওই যাত্রীকে কোকেইনসহ আটক করা হয়। কাস্টমস গোয়েন্দার যুগ্ম পরিচালক ও যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বিজনেস বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে দোহা থেকে কাতার এয়ারলাইন্স এর একটি ফ্লাইট (কিউআর৬৩৮) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই ফ্লাইটে বিপুল পরিমাণ মাদক চোরাচালান হতে পারে বলে কাস্টমস গোয়েন্দার মহাপরিচালকের কাছে গোপন সংবাদ থাকায় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা সর্তক অবস্থান নেন। পরে বিমানটি বিমানবন্দরের ৬নং বোর্ডিং ব্রিজে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালান। এ সময় তথ্য অনুযায়ী ওই বিমানের ৩০এ সিটের যাত্রী ‘কারেন পেটুলা স্টাফেল’ এর পরিচয় নিশ্চিত করেন কর্মকর্তারা। পরে ওই যাত্রীকে ল্যাগেজসহ এনে ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। তার ব্যাগেজ গ্রীন চ্যানেলে স্ক্যানিং করা হলে তাতে প্লাস্টিকের জার পাওয়া যায়। এই জারের মধ্যে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো বস্তু পাওয়া যায়, যার মধ্যে ৮ দশমিক ৬৬ কেজি কোকেইন পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিমানবন্দর ইউনিটের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন যে এটা কোকেইন। পরে এই কোকেইনসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটক করা কোকেইন এর আনুমানিক বাজারমূল্য ১৩০ কোটি টাকা। পণ্যের ইনভেস্ট্রি ও প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুইজন এসআই ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।