১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি

চলতি আগস্টের প্রথম ১২ দিনে (১–১২ আগস্ট) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স। এ সময়ে পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স। গত বছরের একই সময়ে (২০২৪ সালের ১–১২ আগস্ট) প্রবাসী আয় ছিল ৭২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার, যা প্রবৃদ্ধির হার হিসেবে দাঁড়িয়েছে ৩৪ শতাংশ।

ব্যাংক খাত–সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের দিক থেকে চলতি অর্থবছরের সূচনা হয়েছে ইতিবাচকভাবে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ২৯ শতাংশ। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৭ কোটি ডলার (২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার), যা গত বছরের জুলাইয়ের ১৯১ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসে সব বিদেশি বকেয়া দেনা পরিশোধ হয়েছে। লেনদেনের ভারসাম্য উন্নতির ফলে ডলারের ওপর চাপ কমেছে। পাশাপাশি, বাংলাদেশের প্রতি বিদেশি ব্যাংকগুলোর আস্থা ফিরেছে, যা বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!