১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৪টি দেশের নাগরিকরা এখন মাত্র ১০ মিনিটে বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা পেতে পারবেন। এসব দেশের নাগরিকরা আবেদনের পর ডলারে ভিসা ফি পরিশোধ করে ১ মাসের জন্য ভিসা পাবেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসবি ইমিগ্রেশন বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন–অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনের জন্য অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারীর জটিলতা/অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে বিশ্বের অনেক দেশ অন–অ্যারাইভাল ভিসা পায়। এ ভিসা পেতে অনেক সময় লেগে যায়। অনেক সময় ৪৫ মিনিট বা ১ ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে ব্যবস্থা করেছি, সেটা হলে সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।’

তিনি বলেন, ‘এ ভিসা পেতে তাঁরা (বিদেশি) নিজেরাই আমাদের অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তাঁরা। কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে মূল্য পরিশোধ করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এ ব্যবস্থাই আজ চালু হলো। ভিসার মেয়াদ হবে এক মাস।’সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময় লাগবে, শুধু সেই সময়ই ব্যয় হবে। ভিসার যে মূল্য পরিশোধ, সেটা কার্ড ও নগদে করা যাবে বলে জানিয়েছেন।

বাতিল হতে পারে পুলিশ ভেরিফিকেশন

জাহাঙ্গীর চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে। তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই থাকবে বেশি।জাতিসংঘের র‌্যাব বিলুপ্তির প্রস্তাবসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা প্রস্তাব তারা দিয়েছে, আমরা সবাই বসব। বসার পর আমাদের যা সিদ্ধান্ত, সেটা আমরা জানাব। তাদের এই তদন্তের বিষয়ে আমরা তো সবাই স্বাগত জানিয়েছি। তারা একটা ভালো কাজ করেছে। আমরা বসে একটা সিদ্ধান্ত নেব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!