চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশ হতে পারে। এ তারিখে ফল ঘোষণার জন্য আন্তশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল।
যেভাবে ফল পাওয়া যাবে
ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। এছাড়া নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।