হেনরীর ব্যাংক হিসাবে ২ হাজার কোটি টাকার লেনদেন

দুর্নীতি দমন কমিশন (দুদক) সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৩৫টি ব্যাংক হিসাবে ২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে। এর পাশাপাশি তার ব্যাংক হিসাবে আরও ১৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এই সংসদ সদস্যের ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতকে লিখিতভাবে জানিয়েছে যে, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী জ্ঞাত আয়বহির্ভূত ৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক তদন্তে জানতে পেরেছে, তিনি দুর্নীতি ও ঘুষের মাধ্যমে এই অবৈধ সম্পদ অর্জন করেছেন। আদালত শুনানি শেষে জান্নাত আরা হেনরীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

গত ১৩ জানুয়ারি, আদালত জান্নাত আরা হেনরীর স্থাবর সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী, সাবেক এই সংসদ সদস্যের ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি, ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা এবং যৌথ মালিকানাধীন ৪টি কোম্পানির ১ কোটি ৩৪ লাখ টাকা জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরি, তাঁর স্বামী শামীম তালুকদার এবং মেয়ে মুনতাহা রিদায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এর আগে ৩০ সেপ্টেম্বর জান্নাত আরা হেনরি গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি ও তাঁর স্বামী কারাগারে আছেন। জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে গঠিত মামলায় ১ জানুয়ারি দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা–১-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন যে তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!