হিলি বন্দর দিয়ে আবার পেঁয়াজ আমদানি শুরু

সাড়ে পাঁচ মাস পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। প্রথম চালান এনেছে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জগদীশ চন্দ্র রায়। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানির কার্যক্রম শুরু হয়। ওই ট্রাকে ৩০ টন পেঁয়াজ এসেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ থেকে আমদানি শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমদানি বাড়লে বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে। বর্তমানে প্রতি টন পেঁয়াজ ২৫০ ডলার বা ৩০ হাজার ৩৬০ টাকায় আমদানি করা হচ্ছে। চলতি বছরের সর্বশেষ ৩ মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।

স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র সূত্রমতে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ বেলা দুইটা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানির জন্য সাতটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ২৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স সততা বাণিজ্যালয়, মেসার্স নাশাত ট্রের্ডাস, এমএসআল মক্কা ইমপ্রেস, মেসার্স জগদীশ চন্দ্র রায়, ক্রাউন ট্রেডিং ইন্টারন্যাশনাল, আনাস গ্রুপ প্রাইভেট লিমিটেড ও রাধে-শ্যাম অ্যান্ড সন্স। রাধে-শ্যাম অ্যান্ড সন্স ৫০ মেট্রিক টন ও অন্য ছয়টি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, আর কোনো আমদানিকারক প্রতিষ্ঠানকে নতুন করে অনুমতি দিলে সেটা বিকেলে জানা যাবে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ২ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে ২৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল। এরপর দেশি পেঁয়াজের দাম কম ও ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকেরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেননি। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান বলেন, আমি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। আজ বিকেলে একটি ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে আসবে। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি কত দামে বিক্রি হবে, সেটি বন্দরের শুল্ক স্টেশন থেকে আমদানি করা পেঁয়াজের শুল্কায়নের পর লাভ রেখে নির্ধারণ করা হবে।

** পেঁয়াজ সেঞ্চুরির কাছাকাছি, ডিম ১৫০
** তিনদিনে পেঁয়াজ কেজিতে দাম বাড়ল ১৫ টাকা
** পেঁয়াজ ব্যবসায়ীদের আয়কর নথি তলব
** পেঁয়াজ মজুদে একজোট ফড়িয়া-কৃষক-ব্যবসায়ী
** কেজিতে ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
** পেঁয়াজ রপ্তানিতে ২০ % শুল্ক ছাড় দিলো ভারত
** পেঁয়াজ চাষে খরচের অর্ধেকও উঠছে না দাম
** ভারত থেকে আসছে আলু-পেঁয়াজ, সংকট কাটবে
** পেঁয়াজ আমদানিতে সব শুল্ক প্রত্যাহার হচ্ছে!
** নিলামে পেঁয়াজ মাত্র ৭ টাকা কেজি
** শুল্কছাড় ২ হাজার কোটি টাকা, কাজেই আসেনি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!