হারানো এনআইডি তুলতে লাগবে না জিডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই। নাগরিকদের ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়ে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সংস্থাটি আশা করছে, এ সিদ্ধান্ত নাগরিকদের জন্য ভোগান্তি আরও কমাবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর নিশ্চিত করেছেন, এনআইডি সেবা আরও সহজ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

সবশেষে ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ছয় লাখ ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!