স্বামীসহ মুন্নী সাহার সম্পদের হিসাব তলব করেছে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে। এ তথ্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, অনুসন্ধানকালে তাদের নামে ঘোষিত আয়ের তুলনায় বিপুল পরিমাণ অপ্রকাশিত সম্পদের তথ্য পাওয়া গেছে। সে কারণে অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য ও আয়ের উৎস যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারায় উভয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত মুন্নী সাহার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ যথাক্রমে ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৪০০ টাকা এবং ১১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৪৯ টাকা, যা মিলিয়ে মোট ১৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার ১৪৯ টাকার সম্পদ হয়। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫১৩ টাকা, আর ব্যয় হয়েছে ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ২৫৬ টাকা। ব্যয় বাদে সঞ্চয় দাঁড়ায় ৭৩ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকা। অর্থাৎ সঞ্চয়ের তুলনায় ১৩ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৮৯২ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা তার জানানো আয়ের সঙ্গে মিলছে না।

অন্যদিকে, তার স্বামী মো. কবীর হোসেনের স্থাবর সম্পদ ২ কোটি ১২ লাখ ৪ হাজার ১৩৫ টাকা এবং অস্থাবর সম্পদ ১৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ২০৫ টাকা, যা মিলিয়ে মোট ১৬ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৩৪০ টাকার সম্পদ হয়েছে। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৮ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭২৫ টাকা এবং ব্যয় ৮৩ লাখ ৮৬ হাজার ৪০২ টাকা। ব্যয় বাদে সঞ্চয় দাঁড়ায় ৭ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৩২৩ টাকা। অর্থাৎ সঞ্চয়ের তুলনায় ৯ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১৭ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা তার জানানো আয়ের সঙ্গে মিলছে না।

গত ৩০ জুলাই দুদকের একটি টিম মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল। ব্যাংক হিসাব অনুযায়ী ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২ জানুয়ারি সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৬ জুলাই আদালত মুন্নী সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন তাপস এবং ভাই তপন কুমার সাহার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

**মুন্নী সাহার ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
**মুন্নী সাহার পরিবার-প্রতিষ্ঠানের আয়কর নথি তলব
**মুন্নী সাহার ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!