স্বর্ণ পাচারের চেষ্টা, কেবিন ক্রু রুদাবা বরখাস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিনিয়র কেবিন ক্রু রুদাবা সুলতানাকে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছে।

জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তাঁর সন্দেহজনক আচরণ। এ সময় তিনি পোশাকের ভেতরে লুকানো একটি টিস্যু পেপার বের করে পা দিয়ে স্ক্যানিং মেশিনের নিচে সরিয়ে রাখার চেষ্টা করেন। টিস্যুর ভেতর থেকে ২৪ ক্যারেটের ২৩০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়, যা অবৈধ পণ্য হিসেবে জব্দ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. সাফিকুর রহমানের স্বাক্ষরে গত ১২ আগস্ট জারি করা বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, রুদাবার এ ধরনের আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ন করেছে। এটি বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। সাময়িক বরখাস্তের সময় তিনি খোরপোষ ভাতা পাবেন এবং বিমানের প্রধান কার্যালয়ে নিয়মিত হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, বিমানের ফ্লাইট পার্সার বিভাগে রুদাবা সুলতানা একজন প্রভাবশালী কর্মী এবং কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি আবিরের বোন। এই প্রভাব ব্যবহার করে তিনি ধরা পড়ার পরও বের হওয়ার চেষ্টা করেছিলেন। তাঁকে রক্ষায় প্রভাবশালী মহলের পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!