স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণে সেখানে প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র বসানো হচ্ছে। এখন থেকে আর অন্যান্য মন্ত্রণালয়ের প্রবেশ পাস ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকা যাবে না। সেখানে প্রবেশের জন্য কর্তৃপক্ষের আলাদা অনুমোদন লাগবে। ইতিমধ্যে নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সচিবালয়ে প্রবেশের পর সাধারণত দর্শনার্থীরা যেকোনো মন্ত্রণালয়ে যেতে পারেন। তবে যেহেতু স্বরাষ্ট্র, অর্থ, গৃহায়ন ও গণপূর্ত, মন্ত্রিপরিষদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব ভবন রয়েছে, তাই এসব ভবনে প্রবেশে আলাদা নিয়ন্ত্রণ থাকে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিতে হবে, যেখানে ওই মন্ত্রণালয়ে প্রবেশের অনুমোদন থাকতে হবে। তবে স্মার্ট কার্ডধারী কর্মকর্তা-কর্মচারীরা কার্ড পাঞ্চ করে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারবেন এবং গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনার পর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এবং তখন থেকেই প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। শুরুতে এটি পরীক্ষামূলকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসানো হচ্ছে, পরে ধাপে ধাপে অন্যান্য মন্ত্রণালয়েও এই ব্যবস্থা চালু করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সদ্য অন্য একটি মন্ত্রণালয়ে বদলি হওয়া এক কর্মকর্তা জানান, অনেক দর্শনার্থী একটি মন্ত্রণালয়ের পাস নিয়ে নিজের কাজ সেরে অন্য মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করেন। মূলত বিভিন্ন তদবিরই তাদের লক্ষ্য থাকে, যা দৈনন্দিন দাফতরিক কাজে বিঘ্ন সৃষ্টি করে। দর্শনার্থীরা যাতে নিজ মন্ত্রণালয়ের বাইরে গিয়ে এ ধরনের তদবির করতে না পারেন, সে উদ্দেশেই প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী বলেন, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। সে বিবেচনায় পরীক্ষামূলকভাবে প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হচ্ছে।’