‘স্বপ্ন’ সুপারশপে ৫% অতিরিক্ত ভ্যাট বাতিল

সুপারশপ স্বপ্নে ৫% অতিরিক্ত ভ্যাট বাতিল, ক্রেতারা এখন পণ্য মূল্যের মধ্যেই ভ্যাট পাবেন। গত ৯ জানুয়ারি এনবিআরের মূসক আইন ও বিধি শাখার একটি নির্দেশনায় বলা হয়েছিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুসারে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। সুপারশপগুলোর ক্ষেত্রেও এই নতুন হার প্রযোজ্য হবে বলে জানানো হয়।

এরপর সুপারমার্কেট অনার্স অ্যাসোসিয়েশন এবং সুপারমার্কেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ভ্যাটের হার কমানোর জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে সুপারশপ প্রতিনিধিরা তিনটি সুনির্দিষ্ট ক্রেতাবান্ধব প্রস্তাবনা উপস্থাপন করেন, যা জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিবেচনায় নেন। তারা জানান, ভ্যাটের আদর্শ পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়। তাদের মতে, ভ্যাটের সাধারণ নিয়ম অনুযায়ী ১৫ শতাংশ মূসক পরিশোধের মাধ্যমে ক্রয়ের ওপর রেয়াত নেওয়া সম্ভব। সেই অনুযায়ী, সুপারশপগুলো যদি ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করে, তবে অন্যান্য নিয়ম মেনে সহজেই ভ্যাট রেয়াত নিতে পারবে। এই প্রক্রিয়ায়, ক্রেতাদের বাজার করার পর অতিরিক্ত ৫ শতাংশ বা বর্তমানে কার্যকর ৭.৫ শতাংশ ভ্যাট আর দিতে হবে না, এবং পণ্য মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা আলোচনা করে সমাধান করার বিষয়ে দুপক্ষই সম্মত হন।

এ প্রসঙ্গে ‘স্বপ্ন’ সুপারশপের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো কঠিন চাপে রয়েছে। তিনি মনে করেন, সাধারণ জনগণের জন্য নিরাপদ, পুষ্টিমানসম্পন্ন খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে, স্বাস্থ্যসম্মত পরিবেশে কেনার অধিকার থাকা উচিত। পূর্বে সুপারশপে ৫ শতাংশ ভ্যাট থাকলেও, সেটি গ্রাহকদের জন্য বাড়তি খরচ ছিল, যা এখন আর থাকবে না। এর ফলে বাজার ব্যবস্থায় সমতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাব্বির হাসান নাসির আরও বলেন, এনবিআর এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ভ্যাট বৈষম্যের বিষয়টি সঠিকভাবে অনুধাবন করেছেন, যা তিনি অত্যন্ত আনন্দের সাথে স্বীকার করেন। তিনি জানান, এখন থেকে ‘স্বপ্ন’তে ক্রেতাদের ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট পরিশোধ করতে হবে না, এবং এটি দেশের সকল মানুষের জন্য একটি সাফল্য। ‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’ স্লোগান এখন বাস্তবায়িত হতে চলেছে বলে তিনি উল্লেখ করেন।

**সুপারশপে বাড়তি ৫ শতাংশ ভ্যাট দিতে হবে না

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!