বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও বোনা কাপড়সহ নয় ধরনের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করেছে ভারত। এখন থেকে এসব পণ্য কেবল মহারাষ্ট্রের নবসেবা সমুদ্রবন্দর হয়ে দেশটিতে প্রবেশ করতে পারবে। দুই দেশের মধ্যকার চলমান বাণিজ্যিক উত্তেজনার মধ্যে শুক্রবার (২৭ জুন) এ সিদ্ধান্ত নেয় ভারত। একই দিন ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) নতুন এ নিষেধাজ্ঞার আদেশ জারি করে।
নিষেধাজ্ঞার আওতায় পড়া নয়টি পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের বোনা কাপড়ের পাশাপাশি পাটের অপরিশোধিত আঁশ ও পাটজাত সুতা, যেমন ক্যানাফ, হেম্প ও রামি ইত্যাদি।
পাট ও পাটজাত আঁশ ও সুতার অন্যতম বৃহৎ রপ্তানিকারক দেশ বাংলাদেশ। এসব পণ্যের অন্যতম প্রধান বাজার হচ্ছে ভারত। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্যে দেখা যায়, ২০২৩ সালে বাংলাদেশ ভারতকে ৯৩.৬ মিলিয়ন ডলারের পাট ও অন্যান্য টেক্সটাইল ফাইবার রপ্তানি করে, যার মধ্যে শুধু জুট ইয়ার্নের রপ্তানি ছিল ৬১.৮ মিলিয়ন ডলার। গত কয়েক মাসে এটি তৃতীয়বারের মতো বাংলাদেশি পণ্যের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করল নয়া দিল্লি।
এর আগে ১৭ মে ভারত বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানিতেও একই ধরনের বন্দর নিয়ন্ত্রণ আরোপ করে। তারও আগে, ৯ এপ্রিল মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। তবে এই সুবিধা নেপাল ও ভুটানের ক্ষেত্রে বহাল রাখা হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পিটিআইয়ের বরাতে খবরে আরও জানানো হয়, শুক্রবার ভারতের সংসদীয় কমিটির এক বৈঠকেও এ ইস্যু আলোচনা হয়। ওই বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের বাড়তে থাকা ‘ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও’ উঠে আসে। টেক্সটাইল খাতে বাংলাদেশকে ভারতের ‘গুরুত্বপূর্ণ প্রতিযোগী’ হিসেবে উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০২৩-২৪ অর্থবছরে দুদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ২৯০ কোটি ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ১ হাজার ১৪৬ কোটি ডলার এবং আমদানি ছিল প্রায় ২০০ কোটি ডলার।
** ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ
** ভারতের সাথে টাগবোট কেনার চুক্তি বাতিল
** বাণিজ্য নিষেধাজ্ঞায় ভারতকে বাংলাদেশের চিঠি
** ভারতের সঙ্গে বাণিজ্যে বড় ঘাটতিতে বাংলাদেশ
** বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
** বাণিজ্য বিধিনিষেধে বাংলাদেশ নয়, ভারতও ভুগবে
** স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি বন্ধ হচ্ছে
** পেঁয়াজ রপ্তানিতে ২০ % শুল্ক ছাড় দিলো ভারত
** বাজার নিয়ন্ত্রণ: চাল আমদানিতে শুল্ক ছাড় চায় মন্ত্রণালয়
** আখাউড়া দিয়ে এসেছে ৬০০ টন গম