জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কর পরিদর্শক মো. আব্দুল বারী (এসএম বারী) ও তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুমোদিত মামলায় মো. আব্দুল বারীর বিরুদ্ধে ৯৬ লাখ ৬০ হাজার ৯৯৮ টাকার সম্পদ গোপন এবং ১৯ লাখ ৩২ হাজার ১৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে ৩ কোটি ৩১ লাখ ৭ হাজার ৯৫০ টাকার সম্পদ গোপন ও ৩ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ মামলায় ফিরোজা বেগমের সঙ্গে আসামি করা হয়েছে তার স্বামী মো. আব্দুল বারীকেও।
দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, ফিরোজা বেগমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করে দেখা হয়েছে। তদন্তে উঠে এসেছে, তিনি স্বামী মো. আব্দুল বারীর সহায়তায় সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন।
** কাস্টমস কমিশনার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
** ১১ মাসে ২৪৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা
** যাত্রীর স্বর্ণবার চুরি: সহকারী রাজস্ব কর্মকর্তা চাকরিচ্যুত
** করের টাকায় বাড়ি-গাড়ি, করেন নথি গায়েব-চালান জালিয়াতি
** প্রতীক গ্রুপকে সুবিধা দিয়ে চাকরি হারালেন দুই কর্মকর্তা
** কর কমিশনার কবির উদ্দিন মোল্লার সম্পদের পাহাড়
** দুই ছেলে, কর কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্তের আবেদন
** প্রতীক গ্রুপের ফারুকী-ই ৭৩১ কোটির সেই ব্যক্তি
** ৪০ কোটি টাকা বিক্রি গোপন, ফাঁকি থেকে বাঁচতে কূটকৌশল
** বিএমডব্লিউ আমদানিতে ‘চতুরমুখী’ জালিয়াতি
** অ্যাপল গেজেট: রিটার্ন দেয় না, ভ্যাট ফাঁকি ৪৭ কোটি টাকা
** প্রিয়াংকা ফ্যাশন: বন্ডের কাঁচামাল আছে, কাঁচামাল নেই