স্ত্রীসহ সাবেক উপ–প্রেস সচিবের বিরুদ্ধে মামলা

১৬ কোটি ৪২ লাখ ৭৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ–প্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তাঁর স্ত্রী রেজওয়ানা নূরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার ( ২৭ মার্চ ) এ মামলা করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, আশরাফুল আলমের বিরুদ্ধে করা মামলায় সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর তাঁর ৩টি ব্যাংক হিসাবে ১ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তিনি মানি লন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ি কিনেছেন।দ্বিতীয় মামলায় আশরাফুল আলমের স্ত্রী রেজওয়ানার বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর ৩টি ব্যাংক হিসাবে ৬ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৮৩৭ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

গত বছরের আগস্টে আশরাফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ৯ অক্টোবর তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।দুদক সূত্রে জানা গেছে, আশরাফুল আলমের বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের নাগরিকত্ব রয়েছে।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ–প্রেস সচিব হিসেবে ২০১৩ সালে দায়িত্ব গ্রহণ করেন আশরাফুল আলম। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!