সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) ও তার স্ত্রী সীমা হামিদের ২০টি ব্যাংক হিসাবের ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, নসরুল হামিদ ও সীমা হামিদ পরস্পর যোগসাজশে ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি, তারা নিজ নামে ২০টি ব্যাংক অ্যাকাউন্টে ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা জমা রেখেছেন এবং ১১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৮১৮ টাকার অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অর্থের প্রকৃত উৎস গোপন করতে রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তদন্তে উঠে এসেছে, দুর্নীতি দমন কমিশনের মামলার পর থেকে আসামি তার ব্যাংকে রক্ষিত অর্থ উত্তোলনের চেষ্টা করছেন। যদি অপরাধলব্ধ আয় থেকে অর্জিত এ সম্পদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে তা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৭ ধারা অনুযায়ী, এ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাও সম্ভব হবে না, ফলে রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হবে। তাই মানি লন্ডারিং আইনের ১৪ ধারার আওতায়, আসামির নামে থাকা অস্থাবর সম্পত্তির উত্তোলন, স্থানান্তর বা মালিকানা পরিবর্তন রোধ করতে তা অবরুদ্ধ করা জরুরি।
**বিপুর ছেলের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাবে ১০ কোটি টাকা
**সাবেক সচিব জাহাঙ্গীরের শতকোটি টাকার সম্পদ
**নাফিজ সারাফতের স্ত্রী-ছেলেসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ