স্টেনোগ্রাফার ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক মইনুল সদস্য সচিব আরিফুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্টেনোগ্রাফার ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস)-ট্যাকসেস ইউনিট এর ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মইনুল করীমকে আহ্বায়ক, মো. আরিফুল ইসলামকে সদস্য সচিব ও মো. জাহাঙ্গীর আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ৩১ মে রাজধানীর নিউ ইস্কাটন রোডের রেড অর্কিড রেষ্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এক সভায় এই কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক মো. মইনুল করীম কর পরিদর্শন পরিদপ্তর, ঢাকা; সদস্য সচিব মো. আরিফুল ইসলাম কর অঞ্চল-৭, ঢাকা; এবং যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম কর অঞ্চল নারায়নগঞ্জে কর্মরত রয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন-কর অঞ্চল ময়মনসিংহ লক্ষ্মীধর দেবনাথ, কর অঞ্চল গাজীপুর মো. মোবারক হোসেন, কর অঞ্চল বরিশাল শহিদুল ইসলাম, কর অঞ্চল কুমিল্লা মো. আবদুল্লাহ, কর অঞ্চল বগুড়া মো. ইউনুস আলী, কর অঞ্চল খুলনা মো. আরিফুল ইসলাম, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল আকাশ চন্দ্র দেব ও বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ঢাকা মো. মোস্তফা খান।

সূত্রমতে, বাংলাদেশ স্টেনোগ্রাফার ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস) বিভিন্ন কর অঞ্চলে কর্মরত ‘সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ও ব্যক্তিগত সহকারীদের’ সংগঠন। প্রতি দুই বছরের জন্য এই সংগঠনের কমিটি গঠন করা হয়। সারাদেশে প্রায় তিন শতাধিক সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ও ব্যক্তিগত সহকারী রয়েছে। গ্রেড-১৩ পদে নিয়োগ পাওয়া সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ও ব্যক্তিগত সহকারীরা দীর্ঘদিন ধরে ‘কর পরিদর্শক’ পদে পদোন্নতি বৈষম্যের শিকার হয়ে আসছে। বৈষম্য দূর করতে কর বিভাগ (১০ থেকে ২০তম গ্রেড) নিয়োগ বিধিমালা, ২০১৬ সংশোধন করে সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা প্রণয়নের দাবি করে আসছেন তারা।

***

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!