স্কুল ছুটির পর বিমান বিধ্বস্ত হয়, নিহত ২২: মাইলস্টোন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তুলে ধরে বিবৃতি দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় অল্পসংখ্যক শিক্ষার্থী অভিভাবকদের জন্য স্কুল প্রাঙ্গণে অপেক্ষা করছিল।

বিবৃতিতে জানানো হয়, আনুমানিক দুপুর ১টা ১২ থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এর কিছুক্ষণ আগেই, দুপুর ১টায় স্কুল ছুটি হওয়ায় তখন মাত্র কিছু শিক্ষার্থী অভিভাবকদের জন্য স্কুল প্রাঙ্গণে অপেক্ষা করছিল।

স্কুল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে স্কুল শাখার ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবক রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন ৫১ জন, যাঁদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পিয়ন আছেন। অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫ জন—তাঁদের মধ্যে ৩ জন শিক্ষার্থী এবং ২ জন অভিভাবক বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অনুসন্ধানের অংশ হিসেবেই হতাহত ও নিখোঁজদের তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, হতাহতের তালিকা হালনাগাদ করার কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, অভিভাবক এবং এলাকাবাসী তাদের পাশে দাঁড়িয়েছে। আহতদের উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ বিমানবাহিনী যৌথভাবে কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া চিকিৎসা ও সেবা কার্যক্রম সমন্বয়ের জন্য বিমানবাহিনী একটি জরুরি সেল গঠন করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!