সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে ১০ বছরের কর অব্যাহতি

নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারীকে সকল কোম্পানিকে আয়কর অব্যাহতি দেয়া হয়েছে। কোম্পানিগুলো ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন এর মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিকে ১০ বছরের জন্য শর্ত সাপেক্ষে এই অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী শর্ত সাপেক্ষে প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ এর আওতায় বিওও ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। যে সকল কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই হতে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে আরম্ভ হবে, সেই সকল কোম্পানি শর্ত সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা পাবে।
56087 79754 page 001

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক উৎপাদন আরম্ভ হতে প্রথম ৫ বছর পর্যন্ত (প্রথম থেকে পঞ্চম বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। পরবর্তী ৩ বছর (ষষ্ঠ হতে অষ্টম) অব্যাহতি সুবিধা ৫০ শতাংশ ও পরবর্তী ২ বছর (নবম ও দশম) ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে।

56087 79754 page 002
শর্তের মধ্যে রয়েছে—আয়কর আইনের সকল বিধানাবলি পরিপালন করতে হবে এবং প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এ নির্ধারিত সকল শর্তাবলি পূরণ করতে হবে এবং পলিসিতে বর্ণিত ব্যবস্থা অনুসারে কোম্পানিসমূহ পরিচালিত হতে হবে। ২০২৫ সালের ১ জুলাই থেকে এই অব্যাহতি সুবিধা কার্যকর হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!