সুপারশপে কেনাকাটায় আর বাড়তি ভ্যাট নয়

সুপারশপে কেনাকাটায় এখন থেকে ক্রেতাদের অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। পণ্যের যেই সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকবে, তা পরিশোধ করলেই যথেষ্ট হবে। অর্থাৎ, পণ্যের দামের মধ্যে ইতোমধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে সুপারশপে কেনাকাটায় অতিরিক্ত সাড়ে ৭ শতাংশ ভ্যাট নেওয়া হতো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর এক নতুন আদেশে এটি স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, সুপারশপ বলতে এমন কোনো স্বতন্ত্র ও পরিপূর্ণ দোকানকে বোঝানো হয়েছে, যেগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হোক বা না হোক, আয়তন নির্বিশেষে আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসম্মত, জীবানুমুক্ত এবং প্রিজারভেটিভবিহীন মাছ-মাংস, চাল-ডাল, শাক-সবজি, ফল-মূলসহ দৈনন্দিন ব্যবহৃত গৃহস্থালি ও মনোহারী পণ্য বিক্রি করে।

আদেশে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি থেকে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বৃদ্ধিপূর্বক ৭.৫ শতাংশ করা হয়েছে বিধায় সুপারশপ এর ক্ষেত্রে ৭.৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা সাধারণের অধিকার সংরক্ষণ, ব্যবসা বাণিজ্য সহজিকরণসহ আদর্শ ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে সুপারশপের ক্ষেত্রে নির্দেশনা জারি করা হলো।

সুপারশপ কর্তৃক সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) মূল্যে পণ্য সরবরাহ করা হলে, সেক্ষেত্রে উক্ত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ভ্যাট বাবদ অতিরিক্ত অর্থ ভোক্তার নিকট হতে আদায়ের সুযোগ নেই। এছাড়া ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদানকারী সুপারশপসমূহ আইনের অন্যান্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবে। তবে ৭.৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করা হলে সেক্ষেত্রে রেয়াত গ্রহণের আইনগত সুযোগ নেই।

সম্প্রতি সুপারশপের মালিকদের মধ্যে আলোচনার পর ভ্যাট তুলে নেওয়ার নির্দেশনা জারি করেছে এনবিআরের মূসক আইন ও বিধি শাখা।এতে বলা হয়েছে, সুপারশপ প্রতিষ্ঠানগুলো যেহেতু, বিভিন্ন ধরনের পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়পূর্বক (উৎপাদন ব্যতীত) সরবরাহ করে থাকে, সেহেতু, সুপারশপ কর্তৃক সরবরাহের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অন্যান্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা দাখিল করতে হবে না।

উপকরণ-উৎপাদন সহজ হচ্ছে কোনো পণ্য বা সেবায় নতুন উপকরণ যোগ হওয়ায় তা কতটুকু মূল্য সংযোজন করেছে, সেই অনুযায়ী ভ্যাট দিতে হয়। তবে সুপারশপে অনেক পণ্যে নতুন করে কোনো মূল্য সংযোজন না হওয়ায় রেয়াত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। পরে দুই পক্ষের আলোচনার মাধ্যমে এনবিআর এই পর্যায়ের ভ্যাট প্রত্যাহার করেছে।

সবশেষ বাজেটে সুপারশপে কেনাকাটায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল। এর আগে ভ্যাটের হার ছিল দেড় শতাংশ, ২ শতাংশ, ৪ বা ৫ শতাংশ। পণ্যে কোনো ধরনের ভ্যালু এডিশন না থাকায় চেইন সুপারশপের মালিকেরা এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক আলোচনার পর নতুন নিয়ম চালু করা হয়, যাতে সুপারশপগুলো পণ্য বিক্রির আগেই ভ্যাটসহ খুচরা মূল্য নির্ধারণ করতে হবে এবং নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দিয়ে আগের পর্যায়ের ভ্যাট রেয়াত পাবে।

**সুপারশপে বাড়তি ৫ শতাংশ ভ্যাট দিতে হবে না
**‘স্বপ্ন’ সুপারশপে ৫% অতিরিক্ত ভ্যাট বাতিল

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!