সরকারি সিলিন্ডার গ্যাসে লুটপাটের প্রমাণ পেল দুদক

সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে শত কোটি টাকা লুটপাটের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিরুদ্ধে বছরে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এর আগে, চলতি বছরের ৬ মে সিলিন্ডারজাত সরকারি এলপি গ্যাস বিক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। অভিযানে অনিয়ম ও গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানায় দুদক।

দুদকের তদন্ত দল জানায়, বছরে সরকারি প্রায় ১৪ লাখ সিলিন্ডার বিক্রি করা হলেও গ্রাহক তা পেত না। সিন্ডিকেট করে এই সিলিন্ডারগুলো বিক্রি হতো। গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। দুর্নীতি করতেই বিপিসির কর্মকর্তারা সরকারি সিলিন্ডারের প্রচারণা করতেন না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!