সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট উৎপাদনে টেকনো ড্রাগস

টেকনো ড্রাগস লিমিটেড জন্মনিয়ন্ত্রণের নতুন প্রযুক্তি হিসেবে একক রড (সিঙ্গেল রড) ইমপ্ল্যান্টের উৎপাদন শুরু করেছে। ডবল রড ইমপ্ল্যান্টের বিকল্প হিসেবে এ উৎপাদন শুরু করা কোম্পানির জন্য পুঁজিবাজারে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট উৎপাদনের জন্য বিশেষভাবে নির্মিত ‘ইটিও প্ল্যান্ট’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে কোম্পানির কারখানায় কার্যক্রম শুরু করেছে। টেকনো ড্রাগস জানিয়েছে, এই প্রযুক্তি নিরাপদ, কার্যকর এবং দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ সমাধান প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, টেকনো ড্রাগস ২০১৯ সাল থেকে বাংলাদেশে কন্ট্রাসেপটিভ (গর্ভনিরোধক) ইমপ্ল্যান্ট উৎপাদন করে আসছে। নিজস্ব কন্ট্রাসেপটিভ উৎপাদন সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের একমাত্র এবং বিশ্বের মাত্র পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি হিসেবে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে।

কোম্পানির কর্মকর্তারা জানান, ২০১৯ সালে ইমপ্ল্যান্ট কারখানা চালুর পর থেকেই তারা গবেষণা শুরু করেছেন। কোম্পানির পরিচালক ও খ্যাতিমান ফার্মাসিস্ট শাহ জালাল উদ্দিন আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একক রড ইমপ্ল্যান্ট উন্নয়নে ধারাবাহিক গবেষণা চালানো হয়। তারই সুফল হিসেবে আজ টেকনো ড্রাগস দক্ষিণ এশিয়ার একমাত্র এবং বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট উৎপাদন সুবিধা পরিচালনা শুরু করছে।

এ অর্জন বৈশ্বিক প্রজননস্বাস্থ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছে কোম্পানিটি। সংশ্লিষ্টদের মতে, এটি আমদানিনির্ভরতা কমিয়েছে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মানসম্মত কন্ট্রাসেপটিভের প্রবেশাধিকার সম্প্রসারিত করেছে।

এ বিষয়ে টেকনো ড্রাগসের নির্বাহী পরিচালক আরেফিন রাফি আহমেদ বলেন, এটি শুধু টেকনো ড্রাগসের জন্য নয়, পুরো দেশের জন্যই একটি বড় মাইলফলক। দক্ষিণ এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট কারখানা ‘ইটিও প্ল্যান্ট’ চালুর মাধ্যমে আমরা জন্মনিয়ন্ত্রণ স্বাস্থ্যসেবায় সহজলভ্যতা, সাশ্রয় ও উদ্ভাবনকে নতুনভাবে উপস্থাপন করছি।

কোম্পানি জানিয়েছে, টেকনো ড্রাগস ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ফার্মাসিউটিক্যাল খাতে অনকোলজি থেকে হরমোনাল ওষুধ পর্যন্ত ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন চালিয়ে আসছে। গত ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটি একটি অত্যাধুনিক অনকোলজি উৎপাদন কারখানা সফলভাবে পরিচালনা করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!