সিঙ্গাপুর থেকে আসছে এক কার্গো এলএনজি

সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। এতে প্রায় ৫৯৮ কোটি টাকা ব্যয় হবে। এলএনজি সরবরাহের এ কাজ পেয়েছে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার (২২এপ্রিল) অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে অর্থ উপদেষ্টা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে তিনি অনলাইনে এ সভায় অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, গণখাতে ক্রয় বিধিমালা, ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এ এলএনজি আমদানি করা হবে। এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। এ দফায় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়েছে ১২ দশমিক ৪৭৫ মার্কিন ডলার।

এর আগে গত ৫ মার্চ ক্রয় কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার দুটি প্রস্তাব অনুমোদন করেছিল। একটিতে দর ছিল প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৭৩ মার্কিন ডলার, আরেকটিতে দর ছিল প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৪৭ মার্কিন ডলার। সেই হিসাবে এখন দাম কিছুটা কম পড়ছে।

২০১৭ সালের মাঝামাঝি সময়ে তৎকালীন সরকার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য আগ্রহী বিক্রেতা বা সরবরাহকারীদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সাড়া দিয়ে ২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। তাদের মধ্য থেকে ১৭টির সঙ্গে প্রথম দফায় মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) অনুস্বাক্ষর করা হয়। তবে আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) পর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পেট্রোবাংলার সঙ্গে এমএসপিএ স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয় ১৪টি প্রতিষ্ঠানকে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা অবশ্য ২৩–এ উন্নীত হয়। ভিটল এশিয়া সেই ২৩টিরই একটি।

এলএনজি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে থেকে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে চারটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। সর্বনিম্ন দরদাতা হওয়ায় চুক্তি পায় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া। এছাড়া ক্রয় কমিটিতে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পে নিয়োজিত সংযুক্ত আরব আমিরাতের পরামর্শক প্রতিষ্ঠান আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের ১ কোটি ৩ লাখ টাকার ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!