বার্তা প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী এক যাত্রীর ব্যাগ থেকে ৮০ হাজার সৌদি রিয়াল আটক করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) ভোর রাতে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা রিয়ালগুলো আটক করেন। ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে বিজি-০৫৮৪ বিমানে মো. আসাদুজ্জামান নূর নামে একজন যাত্রী সিঙ্গাপুর যাওয়ার কথা ছিলো। তিনি ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দরে বর্হিগমন হলে প্রবেশ করেন। সকাল ৫টা ৪০ মিনিটে তিনি বোর্ডিং পাসের জন্য এয়ারলাইন্সের কাউন্টারে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এপিবিএন সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকের পর যাত্রীর কাছে কোন বৈদেশিক মুদ্রা রয়েছে কিনা-জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। পরে যাত্রীকে কাস্টমস আগমনী হলে নিয়ে ব্যাগেজ কাউন্টারে কাস্টমস কর্মকর্তারা ব্যাগেজ তল্লাশি করেন। যাতে ৫০০ সৌদি রিয়াল মানে ১৬০টি নোটের ৮০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। যা ইউএস ডলারে প্রায় ২১ হাজার ৮৮৬ ডলার। সৌদি রিয়ালগুলো ফরেনসিক পরীক্ষা ব্যতীত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সাময়িক আটক করা হয়। এ বিষয়ে কাস্টমস আইনে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
###