সিঅ্যান্ডএফ শামসুরের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ

বেনাপোল কাস্টম হাউসের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) ‘মেসার্স শামসুর রহমান’ এর স্বত্তাধিকারী শামসুর রহমানের প্রায় ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক এই সভাপতির বিরুদ্ধে প্রায় ৩৩ কোটি ৫২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের মামলা অনুমোদনের বিষয়টি জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। শামসুর রহমানের বিরুদ্ধে শুল্ককর ফাঁকিতে সহায়তা, শুল্ককর ফাঁকি, মিথ্যা ঘোষণায় পণ্য খালাসসহ নানান ধরনের অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, শামসুর রহমান তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৩১ কোটি ২৮ লাখ ৪৭ হাজার টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেন। কিন্তু যাচাই-বাছাইয়ে তার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৬৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকার সম্পদ পাওয়া যায়। এছাড়া, পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে ২৯ কোটি ৩২ লাখ ৯৮ হাজার টাকা পাওয়া গেছে। সবমিলিয়ে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯৪ কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকা।অন্যদিকে, বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় মাত্র ৪১ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা। ফলে ৫২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রমাণ মেলে।

এছাড়া, তিনি তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৩ কোটি ৫২ লাখ ৪১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদকে অভিযোগে বলা হয়েছে। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

** অ্যাসাইকুডা হ্যাকে কাস্টমস কর্মকর্তা-সিঅ্যান্ডএফ এজেন্ট
** সিঅ্যান্ডএফ নেতার ১.৬৭ লাখ ডলারের পণ্য ৪৬ হাজারে শুল্কায়ন!
** বাতিল হওয়া সিঅ্যান্ডএফ লাইসেন্সে ৬৭১ চালান খালাস!
** পার্টস ঘোষণা: আসছে ১৫ কোটি টাকার ওষুধ-জুয়েলারি
** রপ্তানি না করেও পাচ্ছে প্রাপ্যতা-ইউপি, বিক্রি করে এলসি
** ভুয়া নথিতে কনটেইনার খালাসের চেষ্টা, আটক
** কমলা ঘোষণায় সিগারেট, ৩০ কোটি ফাঁকির চেষ্টা
** শুল্ক ফাঁকি দিয়ে ২৬০ কোটি টাকা আত্মসাৎ
** সোনাহাট ও চিলমারী বন্দরে ‘যোগসাজশে’ শুল্কফাঁকি
** বিএমডব্লিউ আমদানিতে ‘চতুরমুখী’ জালিয়াতি
** বেনাপোল বন্দর-কাস্টমসে সবই অনিয়ম
** ১৩ প্রতিষ্ঠানের পাচার ৪১৮ কোটি টাকা
** জাহাজভাড়া কম দেখিয়ে চলছে শুল্ককর ফাঁকি
** মদ আমদানি করেছে ‘ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপ’!
** বন্দরের দুই কর্মকর্তা বরখাস্ত, শাস্তি পায়নি কাস্টমস কর্মকর্তারা!
** হ্যামকো গ্রুপের প্রতিষ্ঠান অবৈধ সিগারেট আমদানি করে!
** কসমেটিকস আমদানিতে জালিয়াতি, চলছে রাজস্ব ফাঁকি
** বন্দরে সুতা ঘোষণার এক কন্টেইনার মদ জব্দ
** বেনাপোলে দেশের সর্ববৃহৎ আড়াই টন ভায়াগ্রা আটক
** ‘যোগসাজসে’ খালাস হয় মদের চালান

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!