জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বাংলাদেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংকগুলো জানিয়েছে, ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। এছাড়া, এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুযোগও থাকবে। ফলে গ্রাহকরা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। এ উপলক্ষে দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তিন দিন পর নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে পুরো জুলাইজুড়ে দেশজুড়ে আন্দোলন হয়। ওই ছাত্র-জনতার আন্দোলন ও সরকারের পতনকে কেন্দ্র করে ঘটনাটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ হিসেবে চিহ্নিত করা হয়। এই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার ১ জুলাই থেকে ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।