সাবেক সচিব জাহাঙ্গীরের শতকোটি টাকার সম্পদ

গ্রেপ্তার হওয়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের শতকোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে। ঢাকার উত্তরায় ১০ তলা বাড়ি, শেওড়াপাড়ায় ছয়তলা, রংপুর শহরে ছয়তলা বাড়ি এবং বনানীতে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তার নামে। শুধু নিজে নয়, আত্মীয়স্বজনের নামেও গড়ে তুলেছেন বিপুল সম্পদ। তার প্রভাবের ফলে ভাই-ভাতিজাসহ অনেকেই অস্বাভাবিকভাবে সম্পদশালী হয়েছেন। সমকালের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।মঙ্গলবার ভোরে রাজধানী থেকে দাপুটে এই সচিবকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এপিএস হিসেবে চার বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলমের দাপট বাড়তে থাকে। গত বছর কয়েক কোটি টাকা খরচ করে আমলাদের অভিজাত ক্লাব অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হন। ২০২৩ সালের অক্টোবরে স্বাস্থ্য সেবা বিভাগে সচিবের দায়িত্ব পাওয়া এই আমলা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ও একই পদে বহাল ছিলেন।

তিন বহুতল বাড়ি, বনানীতে আলিশান ফ্ল্যাট

সাবেক সচিব জাহাঙ্গীর আলমের ঢাকাসহ দেশে-বিদেশে বিপুল সম্পদের তথ্য মিলেছে। ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে পাঁচ কাঠার ওপর গড়ে তুলেছেন ১০ তলা ভবন, যেখানে প্রতি তলায় চারটি ইউনিট রয়েছে, প্রায় সবই ভাড়া দেওয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এপিএস-১ থাকাকালে তিনি এ প্লটটি বরাদ্দ পান এবং পরে সেখানে ভবন নির্মাণ করেন। বাড়িটির মূল্য অন্তত ৪০ কোটি টাকা।শেওড়াপাড়ায় ছয়তলা ভবনের সব ফ্ল্যাটই ভাড়া দেওয়া। বনানীতে ৪ কোটি টাকায় কেনা ২,৫০০ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাটটির বাজারমূল্য আরও বেশি। রংপুর শহরের পশ্চিম মুলটোল এলাকায় তার ছয়তলা বাড়ির কিছু ফ্ল্যাটে স্বজনরা থাকেন, বাকিগুলো ভাড়া দেওয়া।এ ছাড়া পীরগঞ্জে একটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি এবং বগুড়ার সোনাতলা সদরে শ্বশুরবাড়ি এলাকায় আরেকটি বাড়ি রয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, দেশ ছাড়িয়ে মালয়েশিয়া ও কানাডাতেও তার বাড়ি রয়েছে।

স্বজনরাও আঙুল ফুলে কলাগাছ

আত্মীয়স্বজনের মধ্যে ভাগনে ও ভাতিজা অনেককে চাকরি দিয়েছেন। মেজ ভাই সুলতানের ছেলে সোহেল হোসেনকে বেসিক ব্যাংকে চাকরি দেন তিনি। ছোট ভাই বাবলু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পীরগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন প্রায় পাঁচ কাঠা জমির ওপর বাবলুর নামে চার তলা ভবন করে দিয়েছেন সাবেক এই আমলা।চাচাতো ভাই আজিজার রহমানের ছেলে আরিফকে পীরগঞ্জ ভূমি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি নিয়ে দেন। আরিফ চাচার নাম ভাঙিয়ে স্থানীয় বালুমহালে প্রভাব খাটিয়ে ব্যবসায় নামেন। চতুর্থ শ্রেণির এই কর্মচারী মোবাইল ফোনের শোরুম দেন এবং প্রায় ৭০ লাখ টাকা দামের প্রাইভেটকারে চলাফেরা করেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপটে চলতেন জাহাঙ্গীর

সাবেক এই সচিবের দাপটে তটস্থ থাকেন অধস্তন-ঊর্ধ্বতন সবাই। খোদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কথাও অনেক সময় শোনেননি তিনি। মন্ত্রীর পাঠানো ফাইল ফেলে রাখতেন হরহামেশা। এমন অবস্থায় মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর কাছে অভিযোগও দিয়েছিলেন।এ ছাড়া মন্ত্রী হওয়ার আগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক থাকাকালে এই সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সময় না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গিয়েছিলেন সামন্ত লাল। মন্ত্রী হওয়ার পর মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি ওই সব ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন।

দুদকের মামলা

সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। গতকাল দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত এ মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে জাহাঙ্গীর আলম ১৩ কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন। যা দুদক আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!