সাড়ে সাত মাসে মাত্র ১৩০০০ কোম্পানির রিটার্ন দাখিল

দেশের কোম্পানিগুলো বার্ষিক আয়-ব্যয়ের বিবরণ দিয়ে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকা করপোরেট কর পরিশোধ করেছে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেছে ১৩ হাজার ৬৬টি প্রতিষ্ঠান। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১ জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই হিসাব প্রস্তুত করেছে।বর্তমানে আড়াই লাখের বেশি প্রতিষ্ঠানের নিবন্ধন আছে। প্রতিবছর গড়ে ৩৫-৪০ হাজার কোম্পানি রিটার্ন জমা দেয়।

কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সাধারণত রিটার্ন জমার নির্ধারিত সময়সীমা ১ জুলাই থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত থাকলেও এ বছর দুই দফায় সময় বৃদ্ধি করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের টিআইএন রয়েছে, তাদের বেশিরভাগই বার্ষিক আয় বিবরণী বা রিটার্ন দাখিল করে না। ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা নির্ধারিত থাকলেও কোম্পানির ক্ষেত্রে এমন কোনো সীমা নেই। কোম্পানিগুলো তাদের বার্ষিক মুনাফার ওপর নির্ধারিত হারে কর পরিশোধ করে।

২০২১ সালে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এক প্রতিবেদনে জানায়, সে সময় প্রায় ৮০ হাজার কোম্পানি রিটার্ন দাখিল করত না। ওই প্রতিবেদন প্রকাশের পর অনেক প্রতিষ্ঠান নতুন করে টিআইএন নিলেও রিটার্ন দাখিলের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি। ব্যক্তিশ্রেণির করদাতাদের মধ্যে এ বছর মোট ৩৯ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন রিটার্ন দিয়েছেন, যা থেকে এনবিআর ৩ হাজার ১৪৪ কোটি টাকা কর সংগ্রহ করেছে। গত রোববার এই সময়সীমা শেষ হয়েছে।

**অবাস্তব রাজস্ব লক্ষ্য না নির্ধারণে এনবিআরের অনুরোধ

**রিটার্ন দাখিলের সময় বাড়ছে না, জরিমানা দিতে হবে

**এনবিআরের আদায় লক্ষ্যমাত্রা ১৮.৯৭ লাখ কোটি টাকা

**নতুন করদাতাদের ৭০% রিটার্ন দেন না:এনবিআর

**বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত চাইল এনবিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!