সাজাপ্রাপ্ত ধামাকার চেয়ারম্যান অবশেষে ধরা

লক্ষ্মীপুরে প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চেয়ারম্যান ডা. মোজতবা আলী ওরফে এম আলীর অনেক আগেই ছয় মাসের সাজা হয়েছে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি। সাজা মাথায় নিয়ে তিনি অবাধে চলাফেরা করছিলেন। অবশেষে শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকায় গ্রাহকরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরদিন রোববার (৬ জুলাই) ভাটারা থানা পুলিশ তাকে ঢাকার আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, মোজতবা আলীর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত। শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনের সড়কে তাকে গ্রাহকরা আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। লক্ষ্মীপুরের মামলার রেফারেন্সে মোজতবা আলীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। ওসি জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে লক্ষ্মীপুর থানার পুলিশ তাকে আদালতের মাধ্যমে নিজেদের জিম্মায় নেবে।

জানা গেছে, বিভিন্ন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় ৩০০ কোটি টাকা পাওনা আটকে রাখার অভিযোগ রয়েছে ধামাকা শপিংয়ের বিরুদ্ধে। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হলেও সেই অর্থ পণ্য সরবরাহকারীদের পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। এ কারণে চেয়ারম্যান মোজতবা আলীসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে প্রতারিত গ্রাহকরা একাধিক মামলা দায়ের করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!