সমঝোতা আংশিক, আলোচনা অব্যাহত

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কয়েকটি বিষয়ে দুই দেশ একমত হলেও কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। তবে উভয় পক্ষ আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, খুব শিগগিরই দুই দেশের প্রতিনিধিরা আবারও আলোচনা করবেন। এই বৈঠক সরাসরি কিংবা অনলাইনে—উভয় পদ্ধতিতেই হতে পারে। আলোচনা কবে হবে, সেই সময় ও তারিখ দ্রুতই নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা, সচিব এবং অতিরিক্ত সচিব রোববার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজনে তাঁরা আবার যুক্তরাষ্ট্রে যাবেন। তিন দিনের আলোচনার পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানো যাবে।

বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এছাড়াও ভার্চুয়ালি অংশ নেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। পুরো তিন দিনের এই আলোচনা কার্যক্রম সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

**বড় ধরনের ঝুঁকিতে দেশের ৮০১ রপ্তানি প্রতিষ্ঠান
**বোয়িং কেনার মাধ্যমে শুল্ক কমানোর চেষ্টা
**‘শুল্কের ব্যাপারে ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে’
**বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!