কাস্টমস ও ভ্যাট বিভাগের চার কমিশনার সদস্য হিসেবে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবীর সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি চারজনই বিসিএস (শুল্ক ও আবগারি) ১৫তম ব্যাচের কর্মকর্তা।
চার কমিশনার হলেন-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ও মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী; কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর কমিশনার মো. আজিজুর রহমান; নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর এর মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। চারজনই সদস্য (চলতি দায়িত্ব) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ন্যস্ত করা হয়েছে।
এর আগে ৩ সেপ্টেম্বর মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে শুল্ক রেয়াত ও প্রত্যপর্ণ পরিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনকে হতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে বদলি করা হয়েছে।
***